Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৫ AM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৫ AM

bdmorning Image Preview


ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান- এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায়  ‘এ’ প্লাস ক্যাম্পেইনের (দ্বিতীয় রাউন্ড) উদ্বোধন হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের (দ্বিতীয় রাউন্ড) উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন।

স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, শনিবার  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দেশব্যাপী একযোগে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৮৯টি কেন্দ্রের মাধ্যমে তালা উপজেলায় ৬-১১ মাস বয়সি ২ হাজার ২৯৮ জন শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল ও ১-৫বছরে ২৭ হাজার ৮৬৫ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল মোট ৩০হাজার ৬৩ জন শিশুকে খাওয়ানোর লক্ষ্য মাত্রা গ্রহণ করা হয়েছিলো তার মধ্যে আমরা ৯৯.৯৯ ভাগ সফল হয়েছি।   

Bootstrap Image Preview