Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেট্রোরেল ডিপোর আগুন নিয়ন্ত্রণে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৭ AM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview


রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপোতে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে ডিপোর সিনো ট্রাক ওয়াটার টেন্ডার গাড়িতে আগুন লাগে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা স্টেশনের সিনিয়র অফিসার সফিকুল ইসলাম বলেন, দ্রুততম সময়ে আগুন নেভানো হয়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলেই ধারণা করছি। তবে তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

মো. সফিকুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ডিপোর সিনো ট্রাক ওয়াটার টেন্ডার গাড়ীতে আগুন জ্বলছে। পরে দুটি ইউনিট আগুন নির্বাপনে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রনে আনে। দ্রুত আগুন নির্বাপণ করায় ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। তবে অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লাগতে পারে। এদিকে দ্রুত অগ্নিনির্বাপনে ব্যবস্থা নেওয়ার কারণে মেট্রোরেল ডিপোর সেফটি ডেপুটি ম্যানেজারকে ধন্যবাদ জানিয়েছেন। 

Bootstrap Image Preview