Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় মাটিচাপায় শিশু শ্রমিক নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৫ AM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়া উপজেলায় মাটিতে চাপা পড়ে আবু তাহের (১৩) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা হলদিয়াপালং বনবিভাগের পাহাড়ের মাটি কেটে ডাম্পার ভর্তি করার সময় এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশু শ্রমিক হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ মৌলভী পাড়া গ্রামের মৃত মখলেছুরজ্জামান প্রকাশ মখলুর পুত্র বলে জানা গেছে।

আহতরা হলেন- ফারুক, তুষার, ফারুক, মার্শেল।

প্রত্যেক্ষদর্শীরা জানান, প্রতিদিন ডাম্পার নিয়ে একদল শ্রমিক সরকারি পাহাড় কেটে মাটি পরিবহন করে আসছিল। শনিবার প্রতিদিনের ন্যায় ডাম্পার নিয়ে শ্রমিকরা এসে মাটি কেটে ডাম্পারের ভর্তি করার সময় মাটিতে চাপা পড়ে কয়েকজন শ্রমিক। এতে আবু তাহের নামে এক শিশু শ্রমিকও চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে কোর্টবাজারের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া এখনো মাটি চাপা পড়ে অনেকেই নিখোঁজ রয়েছে। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

জানা যায়, হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ মৌলভী পাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র বাহাদুর মিয়া, বেদার ও ফিরোজের নেতৃত্বে একটি মাটি খেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সরকারি পি.এফ পাহাড়ের মাটি অবৈধভাবে কর্তন করে ডাম্পার যোগে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। এদিকে ঘটনার পর জড়িতরা গ্রেফতার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের জানান, ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত ডাম্পার জব্দ করা হয়েছে ।এ ব্যাপারে হত্যা ও পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য, হলদিয়াপালং বনবিট এলাকায় সাবেক রুমখাঁ ক্লাশ পাড়া নামক স্থানে পাহাড় কাঁটার সময় গেল বছর বদিউল আলমের ছেলে ঘটনাস্থলে নিহত হয়েছিল।

Bootstrap Image Preview