Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে ট্রলার ডুবি, নিখোঁজ ২

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১২ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১২ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদীতে ইট বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এতে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।

তারা হলেন, নীলগঞ্জ ইউনিয়নের সাইফুল ও ফুলবুনিয়ার নুর ইসলাম।

শুক্রবার রাত সাড়ে ১০টায় দেবপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শ্রমিকরা জানায়, ইট নিয়ে কলাপাড়া থেকে গলাচিপা যাওয়ার পথে বালু বোঝাই একটি বলগেট ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ডুবে যায় ট্রলারটি। ট্রলারে থাকা সাত শ্রমিকের মধ্যে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। তারা হলেন, মাসুম, তোফাজ্জেল, রাসেল, মানিক ও নাসির। এদের মধ্যে তিন জন আহত। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এসব শ্রমিকদের বেশির ভাগের বাড়িই নীলগঞ্জ ইউনিয়নে।

এদের মধ্যে আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিখোঁজদের উদ্বারে পটুয়াখালী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হোসেন জানান, পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক শিকদারের নেতৃত্বে পরিচালিত উদ্ধার অভিযানে সকাল সাড়ে নয়টায় নদীতে নিমজ্জিত ট্রলারটি সন্ধান পাওয়া গেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর রহমান জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview