Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাকরির অভিনব বিজ্ঞাপন দিলেন এক ব্রিটিশ নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৯ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৯ PM

bdmorning Image Preview


অনেক উপায়ে জীবিকা নির্বাহের পথ বেছে নিচ্ছে মানুষ। এজন্যে মানুষ একে অপরের ওপর নির্ভরশীল হচ্ছে। যার ফলে পারস্পারিক সহযোগিতায় হয়ে ওঠেন একে অন্যের আয়ের উৎস। এরকম বিভিন্ন ধরনের পেশার বিজ্ঞাপনের দেখা মেলে পত্রিকা বা অনলাইন চাকরির বাজারে।

তবে এবার এক অভিনব চাকরির বিজ্ঞাপন দেখা গেল বার্ক ডট কম নামের যুক্তরাজ্যভিত্তিক একটি ওয়েবসাইটে।

ওই ওয়েবসাইটে ব্যক্তিগত জীবনের নানাকাজে সঠিক সিদ্ধান্ত নিতে কর্মী নিয়োগ করতে বিজ্ঞাপন দিয়েছেন এক ব্রিটিশ নারী।

সেখানে চাকরির পদটিকে বলা হচ্ছে ‘ডিসিশন মেকার’। এর জন্য নিযুক্ত কর্মীকে মাসে দুই লাখ টাকা দেবেন বলে জানিয়েছেন ওই নারী।

জানা গেছে, ইংল্যান্ডের ব্রিস্টলে বসবাসকারী ওই নারীটি তার ব্যক্তিগত বিষয়ে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছেন না।

এতে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বেশ বিব্রত ও হতাশ তিনি।

তিনি জানান, এমন কিছু সমস্যায় ভুগছি যার জন্য কী করা উচিত ভেবে পাচ্ছি না। এমনকী এসব বিষয়ে আত্মীয়, বন্ধুবান্ধবদের থেকেও সমাধান পাচ্ছি না।

ফলে বাধ্য হয়েই তার হয়ে সমস্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এমন একজনের খোঁজে তিনি বার্ক ডট কম অনলাইন কেনাবেচা সংস্থায় বিজ্ঞাপন দেন।

এরজন্য তিনি ওই ব্যক্তিকে মাসে দু’হাজার পাউন্ড দিতে চাচ্ছেন বাংলাদেশি মূদ্রায় যা ২ লাখ ১৭ হাজার টাকা!

যোগ্যতা হিসেবে ওই কর্মীর মোবাইলে বা ম্যাসেঞ্জারের মাধ্যমে ২৪ ঘণ্টাই ওই নারীর সঙ্গে যোগাযোগে থাকতে হবে বলে জানান তিনি।

এমন চড়া বেতনের চাকরির জন্য প্রথমে কারও সাড়া পাননি তিনি।

কেননা কাজটা শুনতে সহজ মনে হলেও কাউকে সঠিক সিদ্ধান্তটি বলে দেয়া বেশ কঠিন হয়ে ওঠে অনেক সময়।

Bootstrap Image Preview