Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের মৃত্যু চায় ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৭ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যতক্ষণ ওয়াশিংটন তার প্রতিকূল নীতিগুলো চালিয়ে যাবে তত দিন ইরানিরা 'যুক্তরাষ্ট্রের মৃত্যু' বলে চিৎকার করবে। তবে এই স্লোগান সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে। এটি যুক্তরাষ্ট্রের জাতির মৃত্যু নয়।

শুক্রবার ইরানি বিমানবাহিনী আয়োজিত ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকীতে এমন মন্তব্য করেন তিনি। সরকারি ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ করা হয়।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, যত দিন যুক্তরাষ্ট্র এমন প্রতিকূলনীতি চালিয়ে যাবে তত দিন ইরানি জাতি 'যুক্তরাষ্ট্রের মৃত্যু' কথাটি বর্জন করবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ইরানের সঙ্গে করা ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বের হয়ে যান। এরপর তেহরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের মৃত্যুর মানে বলতে বোঝান যে, ট্রাম্প এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্ট এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মৃত্যু বলতে বোঝায় যুক্তরাষ্ট্রের শাসকদের।

ইউরোপীয় স্বাক্ষরকারীরা পরমাণু চুক্তি রক্ষায় চেষ্টা করছে কিন্তু খামেনি বলছেন, এটা বিশ্বাসযোগ্য নয়।

খামেনি বলেন, আমি সুপারিশ করছি যুক্তরাষ্ট্রের মতো ইউরোপিয়ানদের বিশ্বাস করা ঠিক হবে না। তিনি পরমাণু চুক্তি নিয়ে ইউরোপিয়ানদের সঙ্গে যোগাযোগ রয়েছে উল্লেখ করে বলেন, আমরা বলি না, তাদের সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু এটি বিশ্বাসের একটি সমস্যা।

২০১৫ সালের পরমাণু চুক্তি উল্লেখ করে ইউরোপ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সমালোচনা করেন।

Bootstrap Image Preview