Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জম্মু-কাশ্মিরে ভারী তুষারপাতে ১২ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৮ AM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত


জম্মু-কাশ্মিরে ভারী তুষারপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও একজন।

বৃহস্পতিবার ভারী তুষারপাত শুরু হলে বেশ কয়েকজন নিখোঁজ হন। পরে শুক্রবার উদ্ধার কর্মীরা একটি পুলিশ স্টেশনের কাছ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে। জম্মুর শ্রীনগর হাইওয়ের জহর টানেলের কাছে অবস্থিত ওই পুলিশ স্টেশনটি তুষারধসে চাপা পড়েছিল।

জম্ম-কাশ্মিরে বেশ কয়েকদিন ধরেই ভারী তুষারপাত হচ্ছে। পুলিশ জহর টানেলের গানদেরবাল এলাকা থেকে এখন পর্যন্ত ২২টি পরিবারকে উদ্ধার করেছে।

তুষারপাতে পাঁচজন পুলিশ সদস্য এবং দু'জন বন্দী নিহত হয়েছে। তুষারধসের সময় তারা পুলিশ পোস্টের মধ্যে আশ্রয় নিয়েছিল। ভারী তুষারপাতের কারণে শ্রীনগরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

তুষারধসের কবল থেকে দু'জন বিশেষ পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview