Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় জমজমাট সরস্বতী প্রতিমা বিক্রির বাজার

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪০ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪০ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় তালায়ও ৯ ও ১০ তারিখ হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমা বিক্রির ছোট হাট বা দোকান। এসব হাট বা দোকানগুলোতে সরস্বতী প্রতিমা বেচা-বিক্রি চলবে পূজা শুরু হওয়া পর্যন্ত।

হিন্দুধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু শিক্ষার্থীরা দেবীর আশির্বাদ লাভের আশায় প্রতিবছর পুঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। এ পূজা উপলক্ষে হিন্দু ধর্মবালম্বীদের বাড়ীতে ও শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ  করা হয়েছে অস্থায়ী মন্দির। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে পূজা উদযাপনের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে চলছে বিপুল উৎসাহ উদ্দিপনা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, তালা উপজেলার বিভিন্নস্থানে বসেছে অস্থায়ী সরস্বতী প্রতিমা বিক্রির হাট বা দোকান । উপজেলা তালা বাজার, গোনালী বাজার, জেঠুয়া বাজার, পাটকেলঘাটা বাজারসহ প্রায় সকল বাজারে অস্থায়ীভাবে প্রতিমা বিক্রি করা হচ্ছে। প্রতিমাগুলো ১'শ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রয় করা হচ্ছে।

প্রতিমা শিল্পী অতুল জানান, মূতি তৈরি উপকরণ বাঁশ, কাঠ, ছন ও রং এর দাম বেড়ে গেছে। এবছর প্রতিমা তৈরির জিনিসপত্রের দাম বেশি হওয়ায় প্রতিমা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এর উপরই আমাদের সংসার চলে। জিনিসপত্রের দাম বেশি তাই আমরা একটু বেশি না নিয়ে পারছি না। তবে ক্রেতারা দামে ফিরছেন না। যা এনেছি তা বিক্রি হয়ে যাচ্ছে।

প্রতিমা বিক্রেতা নিতাই হালদার জানান, আমি এই বছর প্রথম প্রতিমা বিক্রয় করছি এর আগে কোনদিন করি নি। এবার প্রায় ৫০ পিস প্রতিমা এনেছিলাম। এখন মাত্র ৫ টি প্রতিমা আছে, আশা করছি এগুলোও বিক্রি হবে।

দাম বেশি নেওয়া বিষয়ে তিনি বলেন, আমরা শিল্পীদের কাছ থেকে প্রতিমা একটু দাম বেশি দিয়ে আনছি, তাই বেশি দামে বিক্রয় করছি । 

প্রতিমা ক্রয় করতে আসা এক শিক্ষক জানান, আমারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর বিদ্যার দেবী সরস্বতী পূজা করি। তারই ধারাবাহিকতায় এ বছর সরস্বতী প্রতিমা কিনতে এসেছি। তবে বাজার প্রতিমা তৈরির জিনিসপত্রের দাম বেশি থাকায় দাম একটু বেশিই নিচ্ছে বিক্রেতারা। 
 

Bootstrap Image Preview