Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুরাদনগরে রাজাকার ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৭ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৭ PM

bdmorning Image Preview


কুমিল্লার মুরাদনগর উপজেলায় তালিকাভুক্ত রাজাকার ও অত্যাচারী মাদক সিন্ডিকেটের হাত থেকে প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখরনগর এলাকায় এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাখরনগর গ্রামের তালিকাভুক্ত রাজাকার খালেক মিয়া ও তার স্ত্রী মরিয়ম ওরফে গাঁজা লালী, ছেলে কবির হোসেনের নেতৃত্বে এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে উঠে। এ সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় দীর্ঘদিন যাবত দেদারসে মাদকের কারবার চলছে। তাদের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করে বিভিন্ন সময় নানাভাবে হয়রানীর শিকার হয়েছে।

সম্প্রতি এ রাজাকার পরিবার নারী নেত্রী বাহেরা ডা: বাহেরা বেগমের বাড়ির উপর দিয়ে জোরপূর্বক বিদ্যুতের লাইন নেয়ার চেষ্ঠা চালায়। এ নিয়ে প্রতিবাদ করায় বাহেরা বেগমসহ বেশ কিছু অসহায় পরিবারকে নানাভাবে হয়রানী করে।

বৃহস্পতিবার বিকেলে (৭ ফেব্রুয়ারি) এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে ওই রাজাকার ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে মানববন্ধন করে।

এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য হাজী সামছুল হক, আমির হোসেন , সফিকুল ইসলাম, ইব্রাহিম, মালেক মিয়া, কবির মিয়া, ডা: বাহেরা বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন, মোমেনা বেগম, সাহিদা বেগম, জোহরা, নিলুফা, শিরিনা আক্তার, রহিমা, তানিয়া আক্তার প্রমুখ।

Bootstrap Image Preview