Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২২

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫২ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫২ PM

bdmorning Image Preview


তালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে মারাত্মকভাবে ২ জনসহ মোট ২২ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধাপের পুকুর নামক স্থানে ঘটনাটি ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে খুলনা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ড-৮০৭৫) নাম্বার বাসটি উপজেলার ধাপের পুকুর নামক স্থানে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পরে যায়।এতে ২ জন মারাত্মকভাবে আহতসহ মোট ২২ জন  আহত হয়েছে।তবে এ ঘটনায় কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আহতদের প্রাথমিকভাবে তালা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মারাত্মকভাবে আহত খুলনা টুটপাড়ার নগেন ভদ্রের পুত্র ফটিক ভদ্র (৫৪) ও দরগামহল গ্রামের বাবুল ইসলামের স্ত্রী রওশনারা বেগমকে (৫৪) গুরুত্বর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটির যাত্রীদের উদ্ধারের জন্য পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়োজিত ছিলেন। 
 

Bootstrap Image Preview