Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেড় দশক যুদ্ধের পর শান্তি এবং নারী স্বাধীনতার কথা বলছেন তালেবান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০৫ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রায় দেড় দশক ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার পর এবার শান্তি চাইছে আফগানিস্তানের কট্টর ইসলামপন্থী সংগঠন তালেবান। রাশিয়ার মস্কোয় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি আলোচনা সভায় যোগ দিয়ে শান্তি এবং নারী স্বাধীনতার কথাও বলেছেন তালেবানের শীর্ষ নেতা শের মোহাম্মাদ আব্বাস স্টানিকজাই।

আফগানিস্তানে শান্তি ফেরানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করে স্টানিকজাইয়ের বক্তব্য, অস্ত্রের শক্তি দিয়ে পুরো আফগানিস্তান দখলে নেওয়ার কোনো পরিকল্পনা তালেবানের নেই। কারণ, এতে আফগানিস্তানে শান্তি আসবে না। তবে বিদেশি সেনারা আফগানিস্তানের মাটি না ছাড়া পর্যন্ত তালেবান কোনো যুদ্ধবিরতি চু্ক্তিতে উপনীত হবে না।

আফগানিস্তানে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত ছিল কট্টর তালেবান শাসন। নারীদের দমনপীড়নের জন্য কুখ্যাতি পেয়েছিল তালেবান। কিন্তু নারীদের স্বাধীনতার কথা বললেন এবার খোদ সেই তালেবানেরই শীর্ষ নেতা স্টানিকজাই।

তার বক্তব্য, দেশে তালেবানের প্রভাব বাড়ছে বলে মেয়েদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তালেবান ইসলামিক আইন এবং আফগান সংস্কৃতির ভিত্তিতে নারীদেরকে তাদের অধিকার দেবে। তারা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করতে পারবে। চাকরিও করতে পারবে।

Bootstrap Image Preview