Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্রেফতার আতঙ্কে পাকিস্তানের পশতু অধিকার কর্মীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২১ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানে চলতি সপ্তাহে ১৯ জন নৃতাত্ত্বিক পশতু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এতে দেশটির অধিকার কর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বছরখানেক আগে প্রতিষ্ঠিত পশতু তাহাফফুজ আন্দোলনের (পিটিএম) কর্মীরাই আটকের শিকার হয়েছেন। পুলিশের সহিংসতার বিরুদ্ধে বুধবার এক বিক্ষোভে অংশ নিলে তাদের আটক করা হয়।

পার্লামেন্টে সদস্য ও পিটিএম নেতা আলী ওয়াজির বলেন, এখনো আমাদের ১৮ জন কর্মী কারাগারে রয়েছেন। এর মধ্যে একজনকে ছেড়ে দেয়া হয়েছে।

আটকের একদিন পর পশতু অধিকার কর্মী গুলালেই ইসমাইলকে রাজধানী ইসলামাবাদ থেকে ছেড়ে দিয়েছে পুলিশ।

তারা বাবা মোহাম্মদ ইসমাইল বলেন, তার মেয়ে মুক্তি পেয়ে বাড়িতে ফিরছে।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে মঙ্গলবার বিক্ষোভে অংশ নিলে পিটিএমের আঞ্চলিক নেতা আরমান লোনি নিহত হন। তাকে হত্যাকাণ্ডের দায় পুলিশের ওপর চাপাচ্ছে সংগঠনটি।

পিটিএমের প্রতিষ্ঠাতা সদস্য মোহসিন দাওয়ার বলেন, পুলিশ লোনিকে আলাদাভাবে শনাক্ত করে বেধরক পিটিয়েছে। এতে তিনি নিহত হয়েছেন।

তবে পুলিশের মুখপাত্র বলছেন, বিক্ষোভকারীদের সঙ্গে মিলে তিনি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

পশতু তাহাফফুজ আন্দোলনের শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের নিঃশর্তভাবে ছেড়ে দিতে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি।

আফগান সীমান্তে পশতু সংখ্যাগরিষ্ঠ ওয়াজিরিস্তানে গত বছরের জুলাইয়ে নির্বাচনে পিটিএম থেকে দুজন পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। এতে পরিষ্কার যে সেখানকার সাড়ে তিন কোটি পশতুর কাছ থেকে পিটিএম সাড়া পাচ্ছে।

Bootstrap Image Preview