Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইএস মুক্ত হচ্ছে সিরিয়া ও ইরাক

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৮ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়া ও ইরাকের দখল হওয়া অঞ্চলগুলো আগামী সপ্তাহের মধ্যেই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের হাত থেকে শতভাগ দখলমুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রত্যাশা অনানুষ্ঠানিক উল্লেখ করে তিনি বলেছেন, আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে চান তিনি।

অবশ্য মার্কিন সামরিক বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, যথেষ্ট জঙ্গিবিরোধী তৎপরতা ধরে না রাখলে আইএস যে কোনো সময় নতুন করে হামলা চালানোর মধ্য দিয়ে ফিরে আসতে পারে।

এর আগে গত ডিসেম্বরে আইএস হেরে গেছে বলে ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন, পরবর্তী ৩০ দিনের মধ্যেই সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে চান তিনি। আইএসের বিরুদ্ধে যুদ্ধে তখন তার এমন ঘোষণা অনেককেই চমকে দিয়েছিল।

তবে পরে রিপাবলিকানসহ দেশের বাইরে মিত্রপক্ষদেরর কড়া সমালোচনা এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তার পদত্যাগের ফলে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া পিছিয়ে দেয়ার কথা বলেন তিনি।

আইএসের বিরুদ্ধে বৈশ্বিক জোট বাহিনী প্রথম গঠিত হয়েছিল ২০১৪ সালে। সিরিয়া, ইরাক ও আশপাশের অঞ্চলে শুরু হওয়া জঙ্গি সংগঠনটির একের পর এক দখলদারিত্ব ও হামলার ঘটনা ওই অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়া শুরু করলে এই জোট বাহিনী গঠন করা হয়। বর্তমানে এই বাহিনীতে প্রায় ৮০টি দেশের সেনা সদস্য রয়েছে।

Bootstrap Image Preview