Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মমতার কর্মকাণ্ডে মোদীর প্রতিক্রিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৪ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অবস্থান’ কর্মসুচি নিয়ে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় ঐ চ্যানলের টক শো তে উপস্থিত থাকা বিরোধী দলীয় নেতাদের কটাক্ষ করেও কথা বলেন তিনি।

মমতার এই অবস্থান কর্মসুচির ব্যপারে প্রধানমন্ত্রী টিভি চ্যানেলে যা বলেছেন তার থেকে বেশি বলছেন তার নিজের ফেসবুকের একটি পোস্ট।

বুধবার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে একটি পোস্ট করে এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন,''দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই অনেককে অস্বস্তিতে ফেলে দিয়েছে। সেই তালিকায় তৃণমূল কংগ্রেসও রয়েছে। তাই সকলে কলকাতায় একজোট হয়ে আমার বিরুদ্ধে বিষোদগার শুরু করেছে। আসলে ওরা নিজেদের পরিবার ও দুর্নীতি ঢাকতে চায়। কিন্তু দুর্নীতিগ্রস্তদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই।''

প্রসঙ্গত, মোদী সরকারের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াই রবিবার সন্ধ্যা থেকে লড়াই তুঙ্গে উঠেছে। সেদিন সন্ধ্যায় কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে সিবিআই। রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।

প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে বসেন তিনি। মেট্রো চ্যানেলের সেই অবস্থানে সোমবার থেকে একের পর বিরোধী রাজনৈতিক নেতারা হাজির হন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী ঐক্যের কারিগর হিসেবে জানিয়ে দেন।

Bootstrap Image Preview