Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রেল যোগাযোগ হবে সাধারণ মানুষের নিরাপদ ও সাশ্রয়ী বাহন: রেলমন্ত্রী

রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৩ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেল ব্যবস্থা হবে সাধারণ মানুষের নিরাপদ ও সাশ্রয়ী বাহন।

বুধবার (৬ ফেবরুয়ারি) বেলা ১২টায় ঠাকুরগাঁও রোড রেল স্টেশন পরিদর্শণ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক পথসভা শেষে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, এই রেল ব্যবস্থা যাতে সমগ্র বাংলাদেশে সাধারণ মানুষের বাহন হিসেবে নিরাপদ, সাশ্রয়ী ও স্বল্প খরচে আমরা জনগণের কাছে রেল ব্যবস্থাকে পৌঁছে দিতে পারি তার জন্য বহুমুখী প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা আমাদের রেল ব্যবস্থাকে যেমন একদিকে জনগণের কাছাকাছি নিয়ে যাবো অন্যদিকে আমাদের প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের যে কানিক্টিভিটি এরিয়াল যোগাযোগ রয়েছে তার মাধ্যমে আমরা তা বৃদ্ধি করবো।

তিনি আরও বলেন, আপনারা জানেন যে ১৯৬৫ সালের পূর্বে বিশেষ করে ভারত ও আশেপাশের যে দেশগুলো রয়েছে তাদের সাথে যে যোগাযোগ ব্যবস্থাটি ছিল সেগুলো আমরা আবার নিশ্চায়ন করতে চাই। তার মধ্যে অনেকগুলো হয়েছে এবং কিছু হওয়ার পথে।

টিকেট কালোবাজারি অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, আমরা টিকেট কালোবাজারি বন্ধে এরই মধ্যে টিকিট ডিজিটালাইজড করার চেষ্টা চলছে। অনলাইনে যেন টিকেটের ব্যবস্থা করা যায় এবং কালোবাজারির যে আভিযোগ রয়েছে সেটি নির্মূলে আমরা গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছি।

এর আগে তিনি বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল এর জেনারেল ম্যানেজার খন্দকার শহীদুল ইসলামমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন এবং ঠাকুরগাঁও রোড রেল স্টেশন পরিদর্শণ করেন।

পথসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাদেক কুরাইশী, সহ-সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু সহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। পথসভা অনুষ্ঠানে উপস্থাপনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু।

Bootstrap Image Preview