Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায় কাতার

বিডিমর্নিং ডেস্কঃ
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview


মধ্যপ্রাচ্যের দেশ কাতারের জাতীয় ভিশন-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারিত বেশ কিছু প্রকল্পের জন্য বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার।    

সোমবার (৪ ফেব্রুয়ারি) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহম্মেদ এবং কাতারের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রী ইউসুফ বিন মুহাম্মদ আল উসমান ফাখরুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এ কথা জানান রাষ্ট্রদূত।

বৈঠকের পর রাষ্ট্রদূত আসুদ আহম্মেদ জানান, কাতারের বিভিন্ন পরিসেবার কাজে প্রফেশনাল কর্মীদের নেওয়ার চিন্তা-ভাবনা করছে দেশটির সরকার। যেমন-ডাক্তার, প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ, বিনিয়োগকারী। এর বাইরে বেশ কিছু প্রশাসনিক কাজে আধা-দক্ষ বাংলাদেশি শ্রমিক নেওয়ার কথা ভাবছে তারা।

শ্রম সংক্রান্ত বিষয় এবং সম্ভাব্য খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে কাতারের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় চূড়ান্তভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী।

রাষ্ট্রদূত জানান, কাতারে বর্তমানে চার লাখের মতো বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। বর্তমানে কাতারের উন্নয়নে এসব বাংলাদেশিরা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে। তাই কাতারের এই উন্নয়নযজ্ঞে বাংলাদেশের অংশগ্রহণ আরও বেশি প্রয়োজন বলে কাতার বিশেষজ্ঞদের দাবির কথা জানান রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই কাতার একটি বড় প্রকল্পে দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে। যেখানে বাংলাদেশ থেকে দক্ষ কর্মীদের নেওয়ার পরিকল্পনা রয়েছে কাতার সরকারের। তাদের এই প্রয়োজনে আমাদের দক্ষ কর্মীদের প্রস্তুত রাখতে হবে।’ 

‘কাতারের এসব দক্ষ ও প্রতিভাবান মানুষের প্রয়োজন মেটাতে বাংলাদেশের একটি বড় সম্ভাবনা রয়েছে। এর বাইরে দেশটিতে কর্মরত শ্রমিকদের আরবী ভাষায় দক্ষ করে তুলতে বিভিন্ন দেশে কাতার সরকার প্রশিক্ষণশালা গড়ে তুলছে।’ 

এছাড়াও চলতি বছরের অক্টোবর মাসে দোহায় ‘মেইড ইন বাংলাদেশ' পণ্যের প্রদর্শনী হবে। যেখানে বিভিন্ন উপকরণ, পুষ্টিকর খাবার, আইটিসহ বাংলাদেশি বিভিন্ন সংগঠন তাদের পণ্য নিয়ে  প্রদর্শনীতে অংশ নেবেন।

Bootstrap Image Preview