Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেসিডেন্ট পদক পেলেন ভৈরব রেলওয়ে থানার ওসি

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৪ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশ পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রেসিডেন্ট (পিপিএম) পদক পেলেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এই পদক গ্রহণ করেন।

গত বছর ২৬ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস টেন থেকে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও আড়াই কোটি টাকার এফডিআর, ১ কোটি ৩০ লাখ টাকার ব্যাংক চেক এবং ১২ বোতল ফেনসিডিলসহ চট্রগ্রামের কারাগারের জেলার সোহেল বিশ্বাসকে গ্রেফতার করেন তিনি।এ ছাড়া গত বছর ২৩ নভেম্বর নরসিংদির নটরডেম কলেজের মেধাবী ছাত্র তানভির হত্যার রহস্য উদঘাটন করে ৪ আসামিকে ২৪ ঘণ্টার মধ্য গ্রেফতার করে। এ ছাড়া এই ওসি গত দেড় বছর যাবৎ ভৈরব রেলওয়ে থানায় কর্মরত থেকে মাদক, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ দমনে অসংখ্য কাজ করছেন তিনি।

ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানান, পুলিশের চাকরি জীবনে ইতিপূর্বে আমি এ ধরনের কাজ করে তিনবার আইজিপি ব্যাজ পুরস্কার পেয়েছি। সততা ও নিষ্ঠার সাথে আমি সবসময় দায়িত্ব পালন করতে চেষ্টা করি।

তিনি বলেন, চট্রগ্রাম কারাগারের জেলারকে টাকাসহ গ্রেফতারের সময় সে আমাকে বলেছিল টাকা রেখে তাকে ছেড়ে দিতে, কিন্ত আমি টাকার লোভে পরিনি। এই ঘটনার জন্যই আজ আমি পিপিএম পুরষ্কার পেলাম। এই পুরস্কারটি আমার চাকরি জীবনে স্মৃতিময় হয়ে থাকবে।

Bootstrap Image Preview