Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দরিদ্র মানুষদের ফ্রি চিকিৎসাসেবা দেবে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৩ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানে দরিদ্রদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী। পাকিস্তানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পাকিস্তানে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য ফ্রি চিকিৎসা সেবা দিতে প্রায় ৭ লাখ ২০ হাজার রুপির একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় থাকা নাগরিকরা পাকিস্তানের সরকারি ও ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল থেকে সুযোগটি গ্রহণ করতে পারবে।

নাগরিকদের ফ্রি চিকিৎসাসেবা নিতে একটি কার্ড সংগ্রহ করতে হবে। আগামী ২ বছরের মধ্যে অন্তত এক কোটি ৫০ লাখ মানুষকে এই কার্ড প্রদান করা হবে।

Bootstrap Image Preview