Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১০ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে গ্রন্থাগারের ভুমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক খালিদ আলম জ্ঞান কিভাবে তৈরি হয়? তা ব্যক্তি জীবনে কিভাবে কাজে লাগানো যায়? সমাজে কিভাবে সে অর্জিত জ্ঞান অবদান রাখতে পারে? সে সর্ম্পকে আলোচনা করেন।

বিভাগের অধ্যাপক ড. জয়ন্তী রানী বসাক বলেন, ‘যে জ্ঞান আমরা প্রকৃতি থেকে আহরণ করি তা কালক্রমে গ্রন্থের মাধ্যমে লাইব্রেরিতে জমা হয়। পাঠক তা পাঠ করে জ্ঞান অর্জন করতে পারে। সে জ্ঞান দেশ ও সমাজের উপকারে কাজে লাগাতে পারেন। জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করতে লাইব্রেরি অনেক অবদান রাখতে পারে। লাইব্রেরির জ্ঞানের ভাণ্ডার থেকে যার ইচ্ছা জ্ঞান আহরণ করতে পারে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ফয়জার রহমান, বিভাগের অধ্যাপক ড. পার্থ বিপ্লব রায়, সহকারী অধ্যাপক আরমানুল হক প্রমুখ।

Bootstrap Image Preview