Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথমবারের মতো সংসদ অধিবেশনে মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫১ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


প্রথমবারের মতো একাদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে মাশরাফিকে তার নির্ধারিত আসনে দেখা যায়। এখন পর্যন্ত তিনি সংসদে রয়েছেন। এর আগে বিকেল ৫টার দিকে সংসদে প্রবেশ করেন মাশরাফি।

গত ৩০ জানুয়ারি এ সংসদের যাত্রা শুরু হলেও আজই প্রথম সংসদে যান মাশরাফি। সংসদে প্রবেশের সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রসঙ্গত, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন মাশরাফী। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ২১০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, তিনি পান ৭ হাজার ৮৮৩ ভোট।

Bootstrap Image Preview