Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কেন্দ্রে বসে প্রশ্নের ছবি পাঠানোর সময় আটক এক পরীক্ষার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এসএসসি পরীক্ষা চলাকালীন সময় স্মার্টফোনে ছবি তুলে প্রশ্নপত্র বাইরে ফাঁস করার সময় এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সেই সাথে ঐ শিক্ষার্থীর ব্যাবহৃত স্মার্টফোনটিও জব্দ করা হয়েছে। ঐ কক্ষে দায়িত্বে থাকা তিন পর্যবেক্ষকদের অব্যাহতি দেওয়া হয়েছে দায়িত্ব অবহেলার কারণ দেখিয়ে ।

আজ মঙ্গলবার(৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম রিফাদ উদ্দীন। সে মির্জাপুর উচ্চবিদ্যালয়ের অনিয়মিত ছাত্র। আজ ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ছিল।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন আজ বেলা একটার দিকে বলেন, উপজেলার কাটিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৩৪ নম্বর কক্ষে অনিয়মিত ছাত্ররা ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিচ্ছিল। এ সময় ওই কক্ষে রিফাদ উদ্দীন নামের এক ছাত্র মোবাইলে ছবি তুলে বাইরে পাঠানোর সময় ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ফোনটি জব্দ করে ওই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এ সময় অন্য ছাত্রদের তল্লাশি করে আরও ছয়টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

রুহুল আমীন আরও বলেন, দায়িত্বে অবহেলার কারণে ওই কক্ষের তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন ছিপাতলী গাউছিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী, গুমানমর্দ্দন মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল, গাউছিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শফিউল আলম। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview