Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে হবে আইপিএলের ১৪টি ম্যাচ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৬ PM

bdmorning Image Preview


জাতীয় একাদশ নির্বাচনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঠিক সময় মাঠে গড়াইনি। তবে একটু দেরি হলেও দেশের মাটিতে বিপিএল হচ্ছে। এই একই সমস্যায় পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)ও। কারণ আইপিএল যখন হবে তখন সেই দেশে ১৭তম লোকসভা নির্বাচন হবে। সেই কারণে আইপিএলের ১৪টি ম্যাচ বাংলাদেশের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।

এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল খেলা দেখতে  বিসিসিআই সভাপতি ও বর্তমান আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ঢাকায় আসছেন। সফরসঙ্গী হিসেবে থাকবেন বিসিসিআইর উর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটররা। ঢাকা পৌঁছে আইপিএলের তিন ভেন্যু মিরপুর শের-ই-বাংলা, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তারা।

Bootstrap Image Preview