Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

ছত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪১ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪১ PM

bdmorning Image Preview


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ শিশুসহ ৪ জন নিহত হওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণের অর্থ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।   

আগামী ১৫ দিনের মধ্যে এ ক্ষতিপূরণ দিতে হবে বলে জাননো হয়। একই সঙ্গে নিহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জে এক শিশু ও চট্টগ্রাম দুই শিশুসহ এক তরুণী সড়ক দুর্ঘটনায় নিহতদের খবর নজরে আসার পর মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে দুপুরে আইনজীবী আব্দুল হালিম বিষয়টি আদালতের নজরে আনেন। পরে তিনি নিজেই আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।  

Bootstrap Image Preview