Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচনেও রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ সিইসি'র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫০ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫০ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদের মতো সিটি নির্বাচনে নিরপেক্ষ ও আপোষহীন থাকতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই-এর সম্মেলন কক্ষে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে এ নির্দেশ দেন সিইসি।

নুরুল হুদা বলেন, ‌৩১ জানুয়ারির মধ্যে সব জায়গা থেকে পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে কোনো ধরনের অনিয়ম হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘নির্বাচনে কে জয়ী হবেন সেটা দেখবেন ভোটাররা, আপনারা না! আপনাদের দেখার বিষয় হচ্ছে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেটা।’

নূরুল হুদা বলেন, ‘আজ আমাদের কমিশনের সবাই একটা কথাই বলেছেন যে আইনানুগ নির্বাচন করতে। তাই আমিও বলবো যে আপনারা সবাই আইনানুগ নির্বাচন করেন। কারণ আপনারা সবাই মাঠপর্যায়ে কাজ করেন। কেউ কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন না করে সেটা আপনাদেরই নিশ্চিত করতে হবে।’

নিরপেক্ষ মনোভাব নিয়ে প্রার্থীদের কাছে গেলে প্রার্থীরাও সুষ্ঠু নির্বাচন করতে আপনাদের সহায়তা করবেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

অনুষ্ঠানে লোভ ও স্বার্থের ঊর্ধ্বে থেকে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কঠোর হতে কর্মকর্তাদের নির্দেশ তিনি।

Bootstrap Image Preview