Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আতিকুল বাড়ি করেছেন ঋণের টাকায়, নেই কোন গাড়িও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১১ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১১ PM

bdmorning Image Preview


ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আতিকুল ইসলামের তৈরি পোশাক কারখানাসহ ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে তিনি কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন। তবে তার কোনো বাস, ট্রাক, মোটরগাড়ি এমনকি ব্যক্তিগত গাড়িও নেই। বাড়ি করেছেন আইএফআইসি ব্যাংক থেকে ১ কোটি ১০ লাখ টাকার বেশি ঋণ নিয়ে।

ডিএনসিসি উপ-নির্বাচনে অংশ নিতে ২৯ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন আতিকুল ইসলাম।

হলফনামা থেকে জানা যায়, আতিকুল ইসলামের ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ইসলাম গার্মেন্টস লিমিটেড, ইসলাম প্রোডাক্টস লিমিটেড, ইসলাম ড্রেসেস লিমিটেড, ইসলাম নিট ডিজাইনস লিমিটেড, দ্য সিলভার গার্মেন্টস লিমিটেড, পাওয়ার টেক্স ফ্যাশনস লিমিটেড, টাইম ডিজাইনস লিমিটেড, স্ট্রাবলিং রিনস ইফেক্টস লিমিটেড, ইউরো জিনস লিমিটেড, প্লাজো লিভিং ডেভোলাপাস লিমিটেড, ইকো টেক্স ডাইং অ্যান্ড ওয়েভিং ফ্যাক্টরি লিমিটেড, ইসলাম সফটওয়ার সুল্যাশন লিমিটেড, অজওয়া লিমিটেড, আরমোর বাংলাদেশ লিমিটেড এবং এ জি স্যালারি লিমিটেড।

আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা থেকে গৃহ ঋণ হিসেবে ১ কোটি ১০ লাখ ৭৫ হাজার ৩৭১ টাকা ১৬ পয়সা নিয়েছেন তিনি।

কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর হওয়ার সুবাদে আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখা ও গুলশান শাখা, ইস্টার্ন ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড থেকেও ঋণ নিয়েছেন আতিকুল ইসলাম।

হলফনামা থেকে আরও জানা যায়, আতিকুলের হাতে নগদ রয়েছে ৮৭ হাজার ৬৩ টাকা। তবে তার স্ত্রীর হাতে নগদ ২ কোটি ৫৯ লাখ ২৯ হাজার ৭৬৪ টাকা রয়েছে।

এছাড়াও আতিকুলের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে- বৈদেশিক মুদ্রা প্রায় ১ হাজার ৫৭৬ ডলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৪৫৯ টাকা ৮২ পয়সা, কোম্পানির শেয়ার ৩ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা, ২ লাখ টাকা মূল্যের অলঙ্কার, ৫ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী ও ৫ লাখ টাকা মূল্যের আসবাবপত্র।

আতিকুল ইসলামের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- ৪ কোটি ১৩ লাখ ৯০ হাজার ২৯১ টাকা মূল্যের ১ হাজার ৭৪ দশমিক ৩৫ শতাংশ কৃষি জমি, ২৬ লাখ ৩৫ হাজার ৭৩৩ টাকা মূল্যের ৩৫ দশমিক ১৭ শতাংশ অকৃষি জমি, ২ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বাড়ি/অ্যাপার্টমেন্ট এবং ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১১৬ শতাংশ মাছের খামার।

উল্লেখ, ডিএনসিসির মেয়র আনিসুল হক মারা যাওয়ায় ঢাকার এ সিটিতে মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

Bootstrap Image Preview