Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুনরায় ১ বছরের জামিন পেলেন খালেদা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview


মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ একবছর বাড়িয়েছেন হাইকোর্ট।

এর আগে এই দুই মামলায় ৬ মাসের জামিনে ছিলেন কারাবন্দি খালেদা জিয়া, যা আগামী সপ্তাহে শেষ হতো।

আদালতে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন, অ্যাডভোকেট এ জে মুহাম্মদ আলী এবং তার সঙ্গে ছিলেন, ব্যারিস্টার কায়সার কামাল।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় মানহানির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে একটি মামলাটি করেন, জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম।

একই অভিযোগে ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরও একটি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

দুই মামলায় এর আগে ৬ মাসের জামিনে ছিলেন খালেদা জিয়া, যা আগামী সপ্তাহে শেষ হতো। মেয়াদ শেষ হওয়ায় আগেই পুনরায় ১ বছর জামিন পেলেন তিনি। 

Bootstrap Image Preview