Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে প্রশ্নফাঁস চক্রের ২ সদস্য গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৫ AM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২২ AM

bdmorning Image Preview


নাটোরের গুরুদাসপুর থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-০৫।

সোমবার(৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গুরুদাসপুর উপজেলার মশিন্দা চরপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবু তাহের (১৮) এবং একই উপজেলার মশিন্দা মাছপাড়া গ্রামের সাইদুর ইসলামের ছেলে শিহাব উদ্দিন (২২)।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার যায়েদ শাহরীয়ার জানান, গ্রেফতারকৃত দুজন ছদ্মনাম ব্যবহার করে আরিফ রাজ বিডি থেকে এবং এসএসসির ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে ভুয়া প্রশ্ন সরবরাহ করে আসছিল। তারা সাত পরীক্ষার্থীর কাছে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে টাকা নেয়। পরে প্রযুক্তির সাহায্যে এই ফেসবুক আইডি ও মেসেঞ্জার গ্রুপের সন্ধান পাওয়া যায় বলে জানায় র‌্যাব।

এর পরিপ্রেক্ষিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার মশিন্দা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এই দুজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রদানের ফেসবুক ও মেসেঞ্জারের ২১৯টি স্ক্রিন শর্ট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় র‌্যাবের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে মামলা করা হয়েছে। পাশাপাশি তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কমান্ডার যায়েদ শাহরীয়ার।

Bootstrap Image Preview