Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিপিএম পদক গ্রহণ করলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে সাহসিকতা, সেবা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের এক অনুষ্ঠানে তাকে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

র্পূব ঘোষিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পিপিএম, পিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম, পিপিএম-সেবা পদকে মনোনীত হন দেশের ৩৪৯ পুলিশ র্কমর্কতা।

উল্লেখ্য, পুলিশের চৌকস কর্মকর্তা হিসেবে মোহাম্মদ উল্ল্যাকে গত বছরের জানুয়ারি মাসে বিপিএম-সেবা পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর তিনি লাভ করলেন পিপিএম-সেবা। পুলিশ বিভাগে একজন সঙ্গীত শিল্পী হিসেবে সুপরিচিত পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা টাঙ্গাইল জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী মারুফা ইয়াসমিন ঢাকায় সরকারি কবি নজরুল ইসলাম কলেজে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত। ব্যক্তিগত জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।

Bootstrap Image Preview