Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টিতে ভারতের সামনে পাকিস্তানের বিশ্বরেকর্ড ছোঁয়ার হাতছানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৪ AM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৫ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ ভারত ৪-১ ব্যবধানে জিতে নেওয়ার পর বুধবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই সিরিজে ভারতের সামনে রয়েছে পাকিস্তানের বিশ্বরেকর্ড ছোঁয়ার হাতছানি ভারতের সামনে। 

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে পাকিস্তান শেষ ১১টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ছিল। তিবে শেষমেষ পাকিস্তানের অপরাজিত থাকার লাগাম টেনে ধরে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রবিবার জোহানেসবার্গে পাকিস্তানকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হারিয়ে দিয়েছে প্রোটিয়ারা। পর পর দুটো ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিয়েছে মিলাররা। ফলে পাকিস্তানের বিজয় ১১ সিরিজ জয়ের পর থামল। 

এদিকে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বর্তমানে ভারতও টানা দশটি সিরিজ জিতে অপরাজিত রয়েছে। শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে সিরিজ হারানোর পর, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ ড্র করে ভারত। ঘরের মাঠে কিউইদের ২-১ এবং শ্রীলঙ্কাকে ৩-০ তে হারিয়েছে। এরপর দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারিয়ে আসে ভারত। এরপর শ্রীলঙ্কার মাটিতে নিদহাস (টি-টোয়েন্টি) ট্রফি জিতে নেয় ভারত। আয়ারল্যান্ডে গিয়ে তারকে ২-০ এবং ইংল্যান্ডে ব্রিটিশদের ২-১ ব্যবধানে হারায় টি-টোয়েন্টি সিরিজে। এরপর ঘরের মাঠে ক্যারাবিয়ানদের ৩-০ ব্যবধানে হারালেও অস্ট্রেলিয়ায় গিয়ে ১-১ সিরিজ ড্র করে। টানা দশ সিরিজে অপরাজিত ভারত কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারলেই পাকিস্তানকে ছুঁয়ে ফেলবে। আর সেটা করতে পারলেই রোহিতের দল বিশ্বরেকর্ডও গড়ে ফেলবে হ্যাডলির দেশে।

Bootstrap Image Preview