Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিবিআই’র নতুন পরিচালকের দায়িত্ব পেলেন ঋষিকেশ শুক্লা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৭ AM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৭ AM

bdmorning Image Preview


ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই’র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষিকেশ কুমার শুক্লা। সিবিআই’র সাবেক ডিরেক্টর অলোক কুমার ভার্মার অপসারণের পর তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ২ বছর এই পদে থাকবেন তিনি। ভারতের সংসদের তিন সদস্যের ক্যাবিনেট কমিটির একটি প্যানেল শুক্লার মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেয়। প্যানেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে। কংগ্রেসের পক্ষ থেকে সম্মতি দেওয়ার পরই তার মনোনয়ন চূড়ান্ত হয়।

এদিকে, সোমবার দায়িত্ব নিয়েই তিনি বেশ কয়েকটি বৈঠক করেন। কলকাতায় রবিবার থেকে সিবিআই ও কলকাতা পুলিশের মধ্যে যে সংঘাত চলছে সে বিষয়টি নিয়েও পর্যালোচনা করেন শুক্লা।

কলকাতায় অবস্থিতি সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব সোমবারই দিল্লি গেছেন। তার সঙ্গে কলকাতার ঘটনাটি নিয়ে নবনিযুক্ত বৈঠক করতে পারেন বলে জানা গেছে। ঋষিকেশ কুমার দীর্ঘদিন মধ্যপ্রদেশ পুলিশের ডিজিপি পদে ছিলেন।

Bootstrap Image Preview