Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে তিন দিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৬ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগ ও বাংলা সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ১৫০ নম্বর কক্ষে ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক পিএম সফিকুল ইসলাম।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় দেশ গান, রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, আধুনিক গান, নজরুল সংগীত, সাধারণ নৃত্য, লোক সংগীত, উপস্থিত বক্তৃতা ও একক অভিনয়ে বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এতে বিচারকের দায়িত্ব পালন করবেন নিজ বিভাগের শিক্ষক ও প্রতিযোগিতা সংশ্লিষ্ট বৃক্তিবর্গ।

বিভাগের সাহিত্য ও সাংস্কৃতিক উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. সুমাইয়া খানম বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে ধারণ করা প্রতিটি বাঙালির অত্যবশ্যকীয় দায়িত্ব। সেই চেতনা থেকেই আমরা আমাদের বিভাগের প্রত্যেক শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করতে চাই। বিভাগের শিক্ষার্থীরা সংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদের গড়ে তুলবে বলে আমরা বিশ্বাস করি। শিক্ষা ও সংস্কৃতি আমাদের চিত্তকে উৎকর্ষমণ্ডিত করবে।

বিভাগের সভাপতি অধ্যাপক পিএম সফিকুল ইসলাম বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের বিভাগের শিক্ষার্থীরা সমৃদ্ধি লাভ করবে। এর আগেও বিভাগে এমন প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি। সবার সহযোগিতা থাকলে সামনের দিনেও এ আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাফিউল আন্তিকাম বন্ধনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, অধ্যাপক ড. খন্দকার ফরহাদ হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান খান, সহকারী অধ্যাপক মানিকুল ইসলাম, সহকারী অধ্যাপক তানিয়া তহমিনা সরকার, সহকারী অধ্যাপক গৌতম দত্ত, প্রভাষক মনোরমা ইসলাম প্রমুখ।

Bootstrap Image Preview