Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইয়াবার বদলে ‘পেন্টাডল’ নিয়ে পুলিশের হাতে যুবক ধরা

লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪১ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪১ PM

bdmorning Image Preview
প্রতীকী


লালমনিরহাটে ইয়াবার বিকল্প পেন্টাডোল ৪২০ পিস ট্যাবলেটসহ লালমনিরহাট জেলা স্বেচ্ছোসেবক লীগের সহ-সভাপতি আশরাফুজ্জামান মন্ডলকে (৪০) আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট পৌর শহরের থানা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পৌরসভার পূর্ব থানা পাড়া এলাকার মৃত মুর্ত্তুজা মন্ডলের ছেলে এবং জেলা স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি।

লালমনিরহাট সদর থানার উপ-সহকারী (এসআই) সেলিম রেজা চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে আশরাফুজ্জামান মন্ডলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ইয়াবার বিকল্প নেশা জাতীয় ৪২০ পিস পেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, তার কমিটির সহ-সভাপতি নেশাজাতীয় ট্যাবলেটসহ আটকের বিষয়টি লোক মুখে শুনেছেন। তবে মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর জায়গা আওয়ামী লীগে নেই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, আটক আশরাফুজ্জামান মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview