Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি থেকে সরে দাঁড়ালেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৫ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজনীতি থেকে সরে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি।

শারীরিক অসুস্থতা ও বয়সের কারণ দেখিয়ে সম্পতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

আলী আজগর লবি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থ৷ গত ১০ বছর ধরে কোনো কিছুতে নাই। কেউ আমাকে রাজনীতিতে দেখন নি।’

তিনি বলেন, ‘আমার বয়স এখন ৭০ এর উপর। আমার থাইরয়েডের ক্যান্সারের অস্ত্রোপচার হয়েছে। গত ২৪ বা ২৫ তারিখ আমি বিএনপির মহাসচিব বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছি।

এদিকে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আলী আসগর লবি অনেক বেশি পরিচিত হয়ে ওঠেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেড়ে দেওয়া খুলনা-২ আসনে জিতে তিনি সাংসদ হন। সেই সময় ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত হয়ে উঠেছিল ‘হাওয়া ভবন’। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এখান থেকে দল পরিচালনা করতেন। লবি হাওয়া ভবনের ঘনিষ্ঠ ছিলেন।

Bootstrap Image Preview