Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খালেদার মুক্তির জন্য জনসভা করবে না বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৪ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত জনসভা না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর পরিবর্তে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নতুন কর্মসূচি অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। এ ছাড়া ৯ ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে।

এর আগে ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যোনে জনসভার ঘোষণা দিয়েছিল বিএনপি।

তিনি অভিযোগ করেন, ‘সরকারের প্রতিহিংসা চরিতার্থেই দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তারা বিএনপি দমনে আওয়ামী গোষ্ঠীর হাতিয়ার হিসেবে কাজ করছে।’

রিজভী বলেন, ‘দুদকের ভূমিকার কারণেই নির্দোষ জাহলামকে ১০৯২ দিন কারাগারে থাকতে হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে তিনি রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সরকারের প্রতিহিংসা বাস্তবায়নের মেশিন দুদক বিরোধী রাজনৈতিক শক্তি দমন করতে গিয়ে বেপরোয়া অনাচার করছে।’

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার এক বছর পূর্ণ হচ্ছে খালেদা জিয়ার। ওইদিন দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। এরপর থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রয়েছেন।

Bootstrap Image Preview