Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবার লাশ মর্গে, এসএসসি পরীক্ষা দিচ্ছে দুই ছেলে

চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


ভাগ্যের নির্মম পরহাস। রহস্যজনকভাবে পিতা মারা যাওয়ার পর লাশ মর্গে নেয়া হল। তাই এসএসসি পরীক্ষার্থী দুই সন্তানকে বাবার মৃত্যু সংবাদটি জানানো হয়নি। যখন বাবার লাশ মর্গে তখন সন্তানরা পরীক্ষা কেন্দ্রে। এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দকানন এলাকায়।

হতভাগ্য এই দুই সন্তানের পিতা সিএন্ডএফ ব্যবসায়ী সফর আলী (৪৮) গত শনিবার দিবাগত রাত তিনটায় নগরীর হেমসেন লেইনস্থ তার বন্ধু নুরুন্নবী জনির বাসায় রহস্যজনকভাবে মারা যান। তিনি জেলার কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মৃত আবদুল মোতালেবের পুত্র।

সফর আলী তার তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে নগরীর সদরঘাট থানাধীন ফিরিঙ্গীবাজার কবি নজরুল ইসলাম সড়কের রহমান টাওয়ারের চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকেন। সে নগরীর সদরঘাট রাজ হোটেল সংলগ্ন সি এন্ড এজেন্ট আনিকা এন্টারপ্রাইজের স্বর্তাধীকারি বলে জানা গেছে। স্ত্রী আয়মন আকতার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক। তাদের তিন সন্তানের মধ্যে দু’জন এবারের এসএসসি পরীক্ষার্থী। এদের মধ্যে নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সুমাইয়া ফিরোজা আনিকা কাজেম আলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এবং কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে আবদুল্লাহ আল আবিদ মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। গত রোববার ছিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। অপর সন্তান ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া।

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ বলেন, সফর আলী তাদের চাচাতো ভাই। শনিবার দিনের কাজ শেষ করে বন্ধুর বাসায় গেলে গভীর রাতে ওখানেই সফর আলী মৃত্যু হয়। রবিবার দুই সন্তানের এসএসসি পরীক্ষা থাকায় বাবার মৃত্যুর সংবাদ তাদের জানানো হয়নি। পরে পরীক্ষা দিয়ে যখন বাসায় ফিরে জানতে পারে তাদের বাবা আর নেই। এসময় তারা কান্নায় ভেঙ্গে পড়ে।

কর্ণফুলী চরপাথরঘাটাস্থ একটি সামাজিক সংগঠনের সহ-সভাপতি মালেক রানা বলেন, সফর আলী ব্যবসায়ী হলেও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার এই অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সফর আলীর পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে জিইসি মোড়ে ব্যক্তিগত গাড়ি থেকে নেমে চালককে অপেক্ষা করতে বলে। পরে রাত ১১টার দিকে কাজ আছে ফিরতে দেরী হবে এ কথা বলে চালককে চলে যেতে বলেন।

এরপর রাত তিনটার দিকে জনির বাসায় অবস্থানকালে তার মৃত্যু হয়। জনি শিল্পী ও গীতিকার। নিহত সফর আলী প্রায়সময় তার বাসায় গিয়ে আড্ডা দিতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ মো. মহসিন বলেন, সফর আলি স্ট্রোক করে মারা গেছেন বলে দাবি করেছে শিল্পী ও গীতিকার জনি। তবে তার মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য জনিকে আটক করেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু রহস্য নিশ্চিত করে বলা যাবে।

Bootstrap Image Preview