Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা ৫০ হাজার টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫০ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫০ PM

bdmorning Image Preview


ধামরাই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাজারের দুইটি দোকানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ধামরাই বাজারে ইউনিক ডায়াগনষ্টিক সেন্টার নামের একটি ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষধ পাওয়ায় ৫০ হাজার টাকা এবং লাকী সুইটস এন্ড ফাষ্টফুড এর দোকানের পরিবেশ ও খাবার নোংড়া থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ। এসময় মেয়াদ উর্ত্তীণ ওষুধগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

তিনি জানান, ধামরাই বাজারে ইউনিক ডায়াগনষ্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ওষধ রাখার কারণে এবং লাকী সুইটস এন্ড ফাষ্টফুড এর দোকানে নোংড়া খাবার তৈরির কারণে ভুক্তা সংরক্ষণ আইন ২০০৯ সালের ৯ এর (ক) দারায় দুইটি দোকানে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে দোকানের সামনে মেয়াদ উর্ত্তীণ ওষুধ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

Bootstrap Image Preview