Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বর্ণের নকল মূর্তি দিয়ে প্রতারণা, ব্যবসায়ী আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩১ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় স্বর্ণের নকল মূর্তিসহ মুকুল হোসেন (৩৫) নামের এক নকল মূর্তি ব্যবসায়ীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুকাশ ইউনিয়নের পিপুলশন দড়িপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিংড়ার চলনবিলের বিভিন্ন এলাকায় স্বর্ণের নকল মূর্তি কেনাবেচা করে প্রতারণা করে আসছিল একটি চক্র। স্বর্ণের মূর্তি কেনাবেচা হবে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে সিংড়া উপজেলার পিপুলশন দড়িপাড়ায় অভিযান চালায় পুলিশ।

অভিযানে পিপুলশন দড়িপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মুকুল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের নকল মূর্তি উদ্ধার করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, পিতলের মূর্তিকে সোনার মূর্তি পরিচয় দিয়ে প্রতারণা করার সময় এক জনকে গ্রেফতার করা হয়েছে। পিতলের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত সিংড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তার কাছ থেকে এই প্রতারণায় জড়িত ১২ জনের নাম পাওয়া গেছে। এখন তাদেরকে আটকের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview