Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাহুল গান্ধী ‘মুসলিম’!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪২ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একটি ফেক নিউজ তোলপার সৃষ্টি করেছে ভারতসহ সারা দুনিয়া। ফেক নিউজ কত শক্তিশালী ও বিভ্রান্তিকর হতে পারে তার নতুন একটি দৃষ্টান্ত তৈরি করেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া রাহুল গান্ধী ও রাজীব গান্ধীর একটি ছবি।

পুরনো সাদা-কালো ছবিটিতে ভারতে বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও তার পিতা রাজীব গান্ধীকে মোনাজাত করার ভঙ্গিতে কাউকে শেষ বিদায় জানাতে দেখা যাচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ক্ষমতাসীন দল বিজেপির কিছু সমর্থক ওই ছবি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পোস্ট করে দাবি করছেন, ‘গান্ধী পরিবার যে আসলে মুসলিম’ তা এই ছবি থেকেই প্রমাণিত।

তারা আরও বলছেন, ওই ছবিটি নাকি ইন্দিরা গান্ধীকে শেষ বিদায় জানানোর। ‘ইন্দিরা গান্ধীর মরদেহের সামনে রাজীব গান্ধী ও রাহুল গান্ধী কালেমা পড়ছেন। অথচ সারা ভারত তাদের নাকি ব্রাহ্মণ হিসেবে জানে’, মন্তব্য করা হয়েছে ওই ছবির নিচের ক্যাপশনে।

তবে, ভারতে ফেক নিউজ বা ভুয়া খবর সনাক্ত করার কাজে অগ্রণী পোর্টাল ‘অল্ট নিউজ’ জানাচ্ছে, ওই ছবিটি মোটেই ইন্দিরা গান্ধীকে শেষ বিদায় জানানোর নয়।

 

বরং তারা বলছে, ছবিটি পাকিস্তানের পাশতুন নেতা খান আবদুল গফফর খান বা ‘সীমান্ত গান্ধী’র অন্ত্যেষ্টির। তিনি বাচা খান নামেও পরিচিত ছিলেন।

কোনো মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিকে শেষ বিদায় জানানোর সময় অনেকেই মোনাজাতের ভঙ্গি করেন, রাহুল গান্ধী এবং তার বাবাও ঠিক এই কাজই করেছেন বলে তারা ধারণা করছে।

তবে, ওই একই ছবিতে ভারতের তখনকার পররাষ্ট্রমন্ত্রী পি ভি নরসিমহা রাওকে হাতজোড় করে হিন্দু রীতিতে প্রণামের ভঙ্গিতে দেখা যাচ্ছে।

সেদিকে দৃষ্টি আকর্ষণ করে অনেকেই আবার লিখছেন, নরসিমহা রাও যেখানে ওনাকে প্রণাম করছেন, সেখানে গান্ধীরা কেন কালেমা পড়ছেন, সেটা ওনারাই ভাল বলতে পারবেন!

আগেও ক্যাথলিক মা সোনিয়া গান্ধীর সন্তান হিসেবে তিনি মোটেই হিন্দু নন, এমন একটা প্রচারের মুখে তার দল কংগ্রেসও রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘রাহুল গান্ধী একজন উপবীত বা পৈতেধারী হিন্দু ব্রাহ্মণ।’

Bootstrap Image Preview