Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আলাউদ্দিন আলীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫২ PM

bdmorning Image Preview


বরেণ্য সুরস্রষ্টা ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর চিকিৎসা সহায়তায় তার স্ত্রী ফারজানা মিমির হাতে ২৫ লাখ টাকার অনুদানপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে ফারজানা মিমি ও তার ছোট মেয়ে আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যাকে ডেকে নিয়ে এই অনুদান দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উদারতা প্রসঙ্গে ফারজানা মিমি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজ থেকে ডেকে নিয়ে আমাদের খবর নিলেন। সময়ও দিয়েছেন দীর্ঘক্ষণ। আলীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এছাড়া মানসিক শক্তি ও দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন।’

আলাউদ্দীন আলী দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বর্তমানে তার শ্বাসকষ্ট, ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণ সমস্যা ছাড়াও ক্যান্সারের জটিলতা রয়েছে। গত ২২ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ (আয়েশা মেমোরিয়াল) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আলাউদ্দিন আলী। তবে এখন তিনি শঙ্কামুক্ত।

Bootstrap Image Preview