Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরিতে স্বপ্ন বুনছে পাঁচবিবির কৃষক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৪ AM

bdmorning Image Preview


বিগত আমন ধানের লাভ লোকসান ভুলে চলতি মৌসুমে ইরি বরো ধানের বীজ রোপণের মধ্য দিয়ে নতুন করে ইরিতে স্বপ্ন বুনছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কৃষক। প্রায় ২৭৯ বর্গ কি.মি. আয়তন জেলার পাঁচবিবি উপজেলার কৃষকের মাঠে এবছর ইরি বরো ধান রোপনের জন্য ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে বীজতলা। আবার কোথাও কোথাও শুরু হয়েছে আগাম জাতের ইরি বরো ধানের বীজ রোপণ। ব্যস্ত সময় পার করছে কৃষকরা। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, প্রায় ২০ হাজার হেক্টর জমিতে এবছর ইরি বরো ধান রোপনের জন্য হাইব্রীড ১১০ হে. ও উফশী জাতের ধান লাগানোর জন্য ১,২৩০ হে. বীজতলা তৈরী করেছে উপজেলার কৃষকরা।

এবছর তেমন বেশী শীত ও শৈত্য প্রবাহ না হওয়ায় বীজের কোন ক্ষতি বা পোকা-মাকড় ও রোগ বালাই নেই একারনে বীজতলাও ভাল হয়েছে। উপজেলার কুসুম্বা গ্রামের প্রান্তিক কৃষক বকুল বলেন, ইরি বরো ধান রোপণের জন্য বীজতলা প্রস্তুত। এখন শুধু রোপণের অপেক্ষায়। তিনি আরো বলেন, এবছর আবহাওয়া ভাল থাকায় আমার মত গ্রামের সবার বীজতলা ভাল হয়েছে। 

পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আশরাফুল আলমও একই কথা বলেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার সর্বত্রই কৃষকের বীজতলা ভাল হয়েছে।  

Bootstrap Image Preview