Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচন: সুনামগঞ্জের দশ উপজেলায় ভোটগ্রহণ ১০ মার্চ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২০ PM

bdmorning Image Preview


আসন্ন পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে সুনামগঞ্জের ১০ উপজেলায় ভোটগ্রহণ ১০ মার্চ অনুষ্ঠিত হবে। আইনি জঠিলতার কারনে জেলার জগ্নাথপুর উপজেলায় প্রথম ধাপে ভোটগ্রহণ হচ্ছে না।

রবিবার (৩ ফেব্রুয়ারি) ইসি সচিব মো. হেলালুদ্দিন ওই তথ্য জানিয়ে বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি।

রবিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে তার সভাকক্ষে কমিশনের ৪৫তম সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব গণমাধ্যমকে ওই তথ্য জানান।

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন জেলার যেসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুওলো হল, তাহিরপুর, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, জামালগঞ্জ, ধর্মপাশা, ছাতক, দোয়ারাবাজার উপজেলা।

ইসি সচিব আরো বলেন, পাঁচ ধাপে উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য তারিখ রমজানের পর ১৮ জুন।

ইসি সচিব জানান, সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, ভোটে প্রার্থী হতে স্থানীয় সরকারের লাভজনক সব পদ থেকে পদত্যাগ করতে হবে।

Bootstrap Image Preview