Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ সীমান্ত সিল করে দেবে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৯ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশের সঙ্গে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের সীমান্ত সম্পূর্ণ সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রযুক্তির মাধ্যমে সীমান্ত সিল করা হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

গতকাল শনিবার পশ্চিমবঙ্গের এক সভায় তিনি এ তথ্য জানান।

জানা যায়, ভারতের কেন্দ্রীয় সরকার ওই সীমান্তে ' কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিষ্টেম' ব্যবস্থা চালু করবে।

রাজনাথ সিং বলেছেন, অনুপ্রবেশকারীদের অবশ্যই আটকানো সম্ভব। এ কারণে সীমান্ত সিল করে দিতে চাইছি আমরা।

রাজনাথ বলেন, আসাম ও পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ সীমান্ত বন্ধ করতে অত্যাধুনিক সীমান্ত ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে অনুপ্রবেশ ও চোরাচালান রোধসহ ভারতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে। গরু পাচার ও কালো টাকার কারবারও বন্ধ হয়ে যাবে।

Bootstrap Image Preview