Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জোর দাবি জি এম কাদেরের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৯ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে দিতে হবে। এজন্য হুসেইন মুহম্মদ এরশাদের দাবি অনুযায়ী রাখাইনে জাতিসংঘ শান্তি রক্ষী পাঠাতে হবে। রোহিঙ্গাদের জন্য মানবিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবানও জানান তিনি।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী’র লেখা রক্তাক্ত রাখাইন বইয়ের মোড়ক উন্মোচণকালে তিনি এসব কথা বলেন।

রক্তাক্ত রাখাইন বইয়ের প্রকাশনা উৎসবে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, জাতীয় পার্টি কারো পাতানো খেলায় অংশ নেবে না। সংসদে গৃহপালিত বিরোধী দল হতে যাবে না কখনোই। সংসদীয় গণতন্ত্রে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি প্রতিটি অধিবেশনে ভূমিকা রাখবে।

তিনি বলেন, সংসদে সদস্য সংখ্যা কোন বিষয় নয়, আমরা কতোটা ভূমিকা রাখতে পারবো সেটাই বড় কথা। বাংলাদেশের রাজনীতিতে অনাস্থা দিয়ে সরকার বদল করা যাবেনা, শুধু নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। তাই বিরোধী দলে ভূমিকা রেখেই রেখেই, জাতীয় পার্টি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। যাতে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, এসএম ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভূইয়া, চ্যানেল আইয়ের জেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, বইয়ের লেখক খন্দকার দেলোয়ার জালালী।

Bootstrap Image Preview