Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমার রাঁধুনিকে ডেকে সিবিআই কবে প্রশ্ন করবে অপেক্ষা করছি: মমতা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪১ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অর্থ কেলেঙ্কারির দায়ে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকারী মানিক মজুমদারকে জেরা করে সিবিআই। এ ঘটনার পর প্রতিক্রিয়ায় মমতা কটাক্ষ করে বলেন, ওরা কবে জিজ্ঞাসাবাদের জন্য আমার ঘরের রান্নার লোকটিকে ডাকবে, আমি এখন তার জন্য অপেক্ষা করছি।

চলতি সপ্তাহে সারদা চিটফান্ড কেলেঙ্কারী মামলার তদন্তের জন্য সিবিআই জেরা করে মানিক মজুমদারকে। এর পরেই গতকাল শনিবার এক জনসভায় এমন মন্তব্য করেন মমতা।

প্রধানমন্ত্রী বিরোধীদের অপদস্থ করার জন্য সরকারি কর্মকর্তাদের জোর করে নোটিশ পাঠাতে বলছেন বলে দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সরকার যদি তাকে গ্রেপ্তার করতে চায় তবে তাতে তার কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি।

মমতা বলেন, আমি বাজেটের বিরুদ্ধে মুখ খুলেছি। আপনাদের সামনে বাজেট নিয়ে কিছু কথা বলেছি আমি। এই কারণে যদি ওরা আমাকে গ্রেপ্তার করতে চান তবে করতেই পারেন।

তিনি আরও বলেন, ‘দেখুন, আমার হিন্দিটা তত ভালো নয়। আমি বলেছি যে, ওরা এই গ্রেপ্তারের ব্যাপারটা করতেই পারে। কারণ, এটা ওদের অভ্যাস।

সরকারি কর্মকর্তাদের কর্তাব্যক্তিদের ওপর কোনো ক্ষোভ নেই, সেটিও স্পষ্ট করে দেন মমতা। তিনি বলেন, আমি কোনো অফিসারকে দোষ দেব না। কারণ, এই কাজগুলো করার জন্য তাদের জোর করা হচ্ছে। আমি জানতে পেরেছি, এই অফিসারদের নিজের বাসভবনে ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর তিনি তাদের বলেন, “আপনারা এমন কিছু করুন, যাতে মানুষের চোখে বিরোধীরা ছোট হয়ে যায়।

মোদি সরকার তথা কেন্দ্রের দিকে এই সতর্কবাণী ছুঁড়ে দিয়ে মমতা বলেন, ‘আমরা যেমন নিঃস্বার্থভাবে ও হৃদয় দিয়ে রাজনীতি করি, তেমনটা কেউ পারবে না। কালিমালিপ্ত করার চেষ্টা অনেকেই করতে পারে। কিন্তু, সফল হবে না।

বিরক্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনারা তো আমাদের সঙ্গে রাজনীতির ময়দানে লড়াইটা করতেই পারবেন না। সাহস থাকলে সেখানে আসুন না! আমাদের তো তাতে কোনো সমস্যা নেই! আপনারা ব্যক্তিগত আক্রমণ করছেন কেন? সমস্ত রাজনীতিবিদদের এর ফলে ছোট করছেন আপনারা, যা করার অধিকার কারও নেই।

Bootstrap Image Preview