Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না পাকিস্তান: পাক পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩০ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা তাদের নেই বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি। কিন্তু নয়াদিল্লির উচিত নিজেদের সমস্যার জন্য ইসলামাবাদকে দোষারোপ না করা।

শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, কাশ্মীরের বিষয়াদি নিয়ে তিনি যদি হুররিয়াত নেতা মিরওয়েজ ওমর ফারুকের সঙ্গে কথা বলেন, তবে সেটি কোনো বড় বিষয় নয়। গত মঙ্গলবার হুররিয়াত নেতার সঙ্গে ফোনে আলাপ করেন তিনি।

সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্কোন্নয়ন হয়েছে। দেশটির সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান আগামী ১৯ ফেব্রুয়ারি ইসলামাবাদ সফরে আসবেন বলেও তিনি জানান।

সৌদি আরব পাকিস্তানে ব্যাপক বিনিয়োগ করবে বলেও তিনি আশাবাদী। তিনি বলেন, আরব আমিরাত ও কাতারের সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক এগিয়েছে। তিন দেশই পাকিস্তানে বিপুল বিনিয়োগ করতে চায়।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, মীমাংসাযোগ্য হলেও কাশ্মীর ইস্যু যখন সবার সামনে চলে আসে, তখন ভারত বিরক্ত প্রকাশ করে। লন্ডনের হাউস অব কমন্সে কাশ্মীরের ওপর আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তানি দৃষ্টিভঙ্গি উপস্থাপনের মাধ্যমে ভারতের আসল চেহারা প্রকাশ করা হবে।

ভারতের আগামী নির্বাচনে কোন দল জয়ী হলো, তা নিয়ে পাকিস্তানের কোনো মাথাব্যথা নেই। নয়াদিল্লির নতুন সরকারের সঙ্গে ভালো দৃষ্টিভঙ্গি বিনিময় করতে চায় তার দেশ।

গত কয়েক মাসে পাকিস্তান কূটনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সফলতা পেয়েছে বলেও জানান কুরাইশি।

Bootstrap Image Preview