Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিসরের সংবিধান সংশোধনের প্রস্তাব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৬ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৬ AM

bdmorning Image Preview


মিসরীয় পার্লামেন্ট সদস্যদের একটি জোট দেশটির সংবিধান সংশোধনের একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে। এতে পার্লামেন্টের একটি উচ্চকক্ষ ও এক বা একাধিক উপ-প্রেসিডেন্ট নির্বাচিত করার কথা বলা হয়েছে।

এর আগে সংবিধানের মেয়াদসীমায় পরিবর্তন আনতে সাধারণ মিসরীয়দের একটি গোষ্ঠীর আলাদা চেষ্টার পর নতুন এ উদ্যোগ নেয়া হয়েছে। দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর এ সংবিধানটি গৃহীত হয়েছিল।

সম্প্রতি দেশটির কর্তৃপক্ষের মধ্যে সংবিধান সংশোধন নিয়ে জল্পনা জোরদার হচ্ছে। এতে চার বছর মেয়াদি প্রেসিডেন্ট পদে এক ব্যক্তি দ্বিতীয়বার বসতে পারবেন না। গত বছরের মার্চে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন সামরিক শাসক আবদেল ফাত্তাহ আল সিসি।

রোববার পার্লামেন্টের স্পিকার আলি আবদেল্লালের কাছে সংবিধানের নতুন সংশোধনের প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। সংবিধানের কোনো পরিবর্তন আনতে হলে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন লাগে। পরে গণভোটের আয়োজন করা হয়।

সংশোধন প্রস্তাবে সুরা পরিষদ বা উচ্চকক্ষ পুনর্বহালের কথাও বলা হয়েছে। যেটি বর্তমানে দেশটির ৫৯৬ সদস্যের প্রতিনিধি পরিষদের পাশাপাশি কার্যকর থাকবে। এর আগে যেটি গণপরিষদ নামে প্রচলিত ছিল। ২০১৪ সালে যা বাতিল ঘোষণা করা হয়।

সংবিধান সংশোধনের দাবি তোলা ‘মিসর সমর্থক’ নামের সংগঠনের প্রধান আবদেল হাদি আল কাসাবি বলেন, প্রেসিডেন্টের মেয়াদসীমা পরিবর্তনের প্রস্তাব করা হয়নি। তবে পার্লামেন্ট সদস্যরা সংবিধান যে কোনো ধারা পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করতে পারেন।

Bootstrap Image Preview