Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`মাদুরোর স্বৈরশাসনের মেয়াদ শেষ'

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৪ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ভেনিজুয়েলায় মাদুরোর স্বৈরশাসনের দিন শেষ বলে হুমকি দিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

আর মাদুরোকে চাপে রাখতে গতকাল বড় ধরনের বিক্ষোভ করেছে গুয়াইদোর সমর্থকরা। এদিকে ভেনিজুয়েলা সংকটে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করেননি স্বঘোষিত ‘অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট’ হুয়ান গুয়াইদো।

ভেনিজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজের ক্ষমতার সবটুকু ব্যবহার করবেন বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। তিনি এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিষয়টি উড়িয়ে দেননি। গুয়াইদো বলেছেন, তিনি দেশের সংকট নিরসনে ৫টি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন। এগুলো হচ্ছে-সরকার প্রতিষ্ঠা, স্থিতিশীলতা, সামাজিক শৃঙ্খলা, মানবিক দুর্যোগ মোকাবেলা এবং অর্থনীতিকে শক্তিশালী করে কর্মসংস্থান সৃষ্টি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, আর কোনো আলোচনার সুযোগ নেই। মাদুরো সরকারকে উৎখাতে সব বিকল্প ইতোমধ্যেই আলোচনার টেবিলে। তার স্বৈরশাসনের মেয়াদ ফুরিয়ে এসেছে উল্লেখ করে পেন্স বলেন, ভেনিজুয়েলায় এখন স্বৈরতন্ত্র এবং গণতন্ত্রের লড়াই চলছে। মাদুরো থেকে মুক্তিই প্রধান লক্ষ্য। তাকে ক্ষমতা ছাড়তেই হবে।

স্বর্ণ নিয়ে দ্বন্দ্ব: প্রেসিডেন্ট মাদুরোর সরকার আবুধাবির বিনিয়োগ ফার্ম নুর ক্যাপিটালের কাছে ১৫ টন স্বর্ণ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ভেনিজুয়েলা থেকে যেন স্বর্ণ কেনা না হয় সেজন্য তুরস্ককে সতর্ক করেছে পশ্চিমা বিশ্ব।

Bootstrap Image Preview