Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও কারাগার থেকে হাসপাতালে নওয়া

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১০ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১০ AM

bdmorning Image Preview
সংগৃহীত


অসুস্থতার কারণে পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নওয়াজের মেয়ে মরিয়াম নওয়াজ জানিয়েছেন, পাঞ্জাব সরকারের নির্দেশের তার বাবাকে পুনরায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

চিকিৎসকদের ছয় সদস্যের একটি টিমের পরামর্শেই নওয়াজ শরিফকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে পূর্বাঞ্চলীয় লাহোর শহরের কোট লাখপাত কারাগার থেকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার মেডিকেল চেক-আপ এবং বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।

তার বেশ কিছু শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। গত বছরের জুলাই মাসেও অসুস্থতার কারণে নওয়াজকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুর্নীতির অভিযোগে কারাভোগ করছেন এই সাবেক প্রধানমন্ত্রী। যদিও তিনি তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী
হিসেবে নির্বাচিত হয়েছেন। সর্বশেষ গত বছর নির্বাচনে অংশ নিতে দেশে ফেরার পরেই তাকে গ্রেফতার করা হয়।

Bootstrap Image Preview