Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামী সপ্তাহ থেকে বিদায় নিতে শুরু করবে শীত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে। এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে এর পরই শীতের প্রকোপ কমতে কমতে শীত একেবারে বিদায় নিতে পারে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দেশের ওপর দিয়ে যে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তা চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে। আগামী ৩ থেকে ৪ দিন এই অবস্থা বিরাজমান থাকবে। এটিই হতে পারে মৌসুমের শেষ শৈত্য প্রবাহ। এরপর দেশে আর কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই। এর পরই এই বছরের মতো শীত বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে রবিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম ও ফেনীতে ৩১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

Bootstrap Image Preview