Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধামরাইয়ে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি 
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৬ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৮ AM

bdmorning Image Preview


ধামরাইয়ে ট্রাকচাপায় জমিলা খাতুন (২৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে এক মোটরসাইকেল আরোহী

শনিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমিলা পঞ্চগড় জেলার দেবীগঞ্জের নূর মোহাম্মদের মেয়ে। তিনি ধামরাই শ্রীরামপুরে একেএইচ গার্মেন্টস এর লাইন নং ১১, সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। বর্তমান কালিন সময়ে ধামরাইয়ে জাহাঙ্গীর আলমের রাড়ীতে বাসা ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকার একেএইচ গামেন্টর্স ছুটির পর কর্মস্থল থেকে ভাড়া মোটরসাইকেলযোগে কালামপুর বাসায় ফিরছিলেন জমিলা। তার কর্মক্ষেত্র থেকে কিছু দুর যাওয়ার পর পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে চাপা দিয়ে চলে যায়। সেখানেই মারা জান জামিলা ও আহত হয় মোটরসাইকেলের চালক।

পরে নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জের  গোলড়া হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।এবং মটর সাইকেল চালককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Bootstrap Image Preview